Print Date & Time : 25 July 2025 Friday 6:40 am

লেবাননের প্রাণকেন্দ্রে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট: লেবাননের একেবারে প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি-এনএনএ জানিয়েছে, হতাহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। একটি ভবনে হামলা চালানোর পর ওই শিশুরা হতাহত হয়। আবাসিক এলাকায় এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুটি হামলা চালানো হয় জানায় এনএনএ।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে একটি ‘টার্গেটেড স্ট্রাইক’ চালিয়েছে। হামলার স্থান লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গুরুত্বপূর্ণ দাহিয়াহ ফ্যাসিলিটির কাছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানায়নি তারা।

আলজাজিরা জানিয়েছে, দাহিয়াহ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, টার্গেটেড আততায়ী হামলা চালানো হয়েছে সেখানে। এর আগেও এই এলাকায় হামলা চালানো হয়েছে। শুক্রবারের ওই হামলায় বেসামরিক ব্যক্তি হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় ইসরায়েলে ১৪০টি রকেট দিয়ে হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর আগে গ্রুপটির প্রধান হাসান নাসারুল্লাহ পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তিন বারে ওই রকেট হামলা চালানো হয়।