Print Date & Time : 20 April 2025 Sunday 10:49 am

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে উদ্যোগ ভারতের

ডেস্ক রিপোর্ট: গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে খুন করে আলোচনায় আসে কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোইয়ের নাম। যদিও চলতি বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাসভবনে গুলি করে আগে থেকে খবরে শিরোনাম হয়েছিল সশস্ত্রগোষ্ঠীটি।

যার বিরুদ্ধে অভিযোগ, ওই লরেন্স বিষ্ণোই এখন গুজরাটের সবরমতি জেলে বন্দি। তাহলে গ্যাংটি পরিচালনা করছে কে? এমন প্রশ্ন ঘুরেছে সর্বমহলে।

পুলিশ জানতে পেরেছে, লরেন্সের অনুপস্থিতিতে গ্যাংয়ের যাবতীয় কাজ দেখছেন তার ভাই আনমোল বিষ্ণোই। আর সেই আনমোল বর্তমানে গা ঢাকা দিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পুরো গ্রুপ নিয়ন্ত্রণ করছে। তাই আনমোলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।

ভারতীয় সংবাদসূত্রের খবর, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমের লরেন্সের ভাই আনমোলকে ফেরাতে কাজ শুরু করেছে মুম্বাই পুলিশ।
জানা যায়, সালমান খানের বাড়ির বাইরে হামলার পিছনে পরিকল্পনা ছিল আনমোলেরই। তাই আনমোলের বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

জানা গেছে, শুক্রবার আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহারাষ্ট্রের নিম্ন আদালত। আর সেই পরোয়ানার উপর ভিত্তি করেই আনমোলকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুম্বাই পুলিশ ছাড়াও আনমোলকে খুঁজছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থাও (এনআইএ)।

২০২২ সালের দু’টি মামলায় অভিযুক্ত আনমোলকে ধরিয়ে দিলেই ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে গত মাসেই ঘোষণা করে এনআইএ।