Print Date & Time : 3 September 2025 Wednesday 1:27 pm

রেকর্ড গড়ল লিভারপুল, নেইমার-এমবাপ্পের পরই ইতিহাসের পাতায় ইসাক

ডেস্ক রিপোর্ট: প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে নাটকীয় এক পরিস্থিতি তৈরি হলো। লিভারপুল নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড, বা প্রায় ১৫০ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভিড়িয়েছে।

তাতেই ক্লাবটা রেকর্ড গড়ে ফেলেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক খেলোয়াড়ের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করা দল এখন তারাই।

ইসাকও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ফুটবল ইতিহাসের ব্যয়বহুল দলবদলের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। তার ওপরে আছেন নেইমার, ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো খরচ করে তাকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। একই বছর ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে এমবাপ্পেকে মোনাকো থেকে দলে ভেড়ায় দলটা, তাতেই তিনি চলে আসেন এই তালিকার দ্বিতীয় স্থানে।

ইসাক ছয় বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন। সাপ্তাহিক বেতন ধরা হয়েছে প্রায় তিন লাখ পাউন্ড। প্রতি মিনিটে তিনি আয় করবেন ৪৮৯৩ টাকা! লিভারপুল চোখ কপালে তোলার মতোই বেতন দিচ্ছে তাকে।

লিভারপুল একই দিনে ক্রিস্টাল প্যালেস অধিনায়ক মার্ক গুহিকেও দলে নিতে চেয়েছিল। ৩৫ মিলিয়ন পাউন্ড ও বাড়তি ৫ মিলিয়ন যোগে দুই পক্ষের সমঝোতা হয়েও গিয়েছিল। এমনকি লন্ডনে গুহির মেডিকেলও সম্পন্ন হয়। কিন্তু শেষ মুহূর্তে প্যালেস বিকল্প ডিফেন্ডার কিনতে না পারায় হঠাৎ করেই চুক্তি বাতিল করে দেয়।

এই ব্যর্থতায় কিছুটা হতাশ হলেও দলবদলের রেকর্ডটা ঠিকই গড়ে ফেলেছে। দীর্ঘ আলোচনার পর ইসাকের ট্রান্সফার চূড়ান্ত হয়। নিউক্যাসল তাকে ছাড়তে প্রথমে রাজি না থাকলেও নতুন খেলোয়াড় কেনা এবং ইসাকের অনাগ্রহের কারণে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে।

গত মৌসুমে ইসাক নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেছিলেন। এবার লিভারপুলে তিনি নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন।

এই গ্রীষ্মে লিভারপুল ৪৪০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে। এর মধ্যে ফ্লোরিয়ান ভার্টজ ও ইসাককে কিনতে তারা ভেঙেছে নিজেদের ট্রান্সফার রেকর্ড। অন্যদিকে খেলোয়াড় বিক্রি করে ক্লাবটি ২৪৫ মিলিয়ন পাউন্ড তুলেছে।