Print Date & Time : 20 April 2025 Sunday 4:29 pm

রুশ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কিমের বৈঠক

ডেস্ক রিপোর্ট: শীর্ষ রুশ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এসময় দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপ আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন তারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কেসিএনএ বলেছে, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ব্যাপক মতবিনিময়’ হয়েছে। এসময় আরও ‘পারস্পরিক নিরাপত্তার স্বার্থ রক্ষায় সহযোগিতা’সহ বিভিন্ন বিষয়ে সন্তোষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা।

কেসিএনএ’র খবরে বলা হয়েছে, কিম বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব অনুযায়ী রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ অব্যাহত রাখবে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অভিযোগ, মস্কো থেকে অর্থনৈতিক ও অন্যান্য সামরিক সহায়তার বিনিময়ে কিম রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেন আক্রমণে সহায়তা করছেন। একই অভিমত স্বাধীন বিশ্লেষকদেরও।

মস্কো ও পিয়ংইয়ং উভয়েই এমন অভিযোগ অস্বীকার করেছে। তবে পারস্পারিক সামরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো। এমনকি জুনে একটি শীর্ষ সম্মেলনে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষরও করেছে তারা।

এর আগে, মে মাস পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শোইগু। বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব পালন করছেন। গত বছরের জুলাইয়ে পিয়ংইয়ং সফরের মাধ্যমে তিনি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনার ইঙ্গিত দেন।

তখন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শনের সামরিক কুচকাওয়াজ দেখার সময় কিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন শোইগু। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে তিনিই প্রথম উত্তর কোরিয়া সফর করেন।