Print Date & Time : 21 April 2025 Monday 12:29 pm

রুশ আগ্রাসন বন্ধে মিত্রদের কঠোর হতে বললেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সিরিজ হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা থামছে না। ফলে মস্কোর ওপর চাপ প্রয়োগের জন্য মিত্রদের কাছে শনিবার (২৬ অক্টোবর) আবারও আহ্বান জানাতে বাধ্য হলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমাগত হামলা চালানো এটাই প্রমাণ করে যে, ‘আগ্রাসন চালিয়ে যেতে বদ্ধপরিকর ক্রেমলিন’।
তিনি আরও বলেছেন, ইউক্রেনকে সমর্থনে মিত্রদের দৃঢ় সিদ্ধান্তের অভাব দেখা রয়েছে। ফলে আগ্রাসন চালিয়ে যেতে পুতিনের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে।

রুশ হামলার শিকার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে শুক্রবার উদ্ধারকাজ শেষ করেছে কর্তৃপক্ষ। ওই হামলায় শিশুসহ পাঁচজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর বলেছেন, ডোনেস্কের নিকটবর্তী কোসটিয়ানটিনিভকায় রাশিয়ার গ্লাইড বোমা আঘাত হানে। হামলায় একজন নিহত ও তিনজন আহত হন।
এদিকে, খেরসনের পশ্চিমে ছোট এক শহরে রুশ বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এছাড়া, শুক্রবার রাজধানীর একটি বহুতল আবাসিক ভবনে ড্রোন হামলা চালায় ক্রেমলিন। হামলায় এক টিন এইজ মেয়ে মারা গেছে।
জেলেনস্কি বলেছেন, বৈশ্বিক প্রচেষ্টায় এই যুদ্ধ থামানো সম্ভব। কিন্তু কেবল কথার ফুলঝুড়ি ছুটিয়ে লাভ হবে না। এজন্য প্রয়োজন কঠোর পদক্ষেপ।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দূরপাল্লার অস্ত্র ও আকাশ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে চাচ্ছে কিয়েভ। তাই এগুলোর সরবরাহ বৃদ্ধি করতে মিত্রদের কাছে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

এছাড়া রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলার অনুমতির জন্য মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আবেদন করছে ইউক্রেন।