Print Date & Time : 20 April 2025 Sunday 4:25 pm

রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূতাবাস কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে। ইস্তাম্বুলে বৃহস্পতিবার সকালে ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) রাশিয়ান কনসুলেট জেনারেলে পৌঁছায় মার্কিন প্রতিনিধি দল। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, আলোচনায় কোনো রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নেই। ইউক্রেন প্রসঙ্গও আলোচনার বাইরে রাখা হয়েছে। বৈঠকের মূল লক্ষ্য—দ্বিপাক্ষিক মিশনের কার্যক্রম স্থিতিশীল করা।

আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে ইস্তাম্বুলে রাশিয়ার কনসাল জেনারেলের বাসভবনে। আলোচনার মেয়াদ কয়েক ঘণ্টা হবে বলে জানানো হয়েছে। যদিও এটি প্রথম দফার ৬ ঘণ্টার বৈঠকের মতো দীর্ঘ হবে না।

এদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোনাটা কোল্টার।

বৈঠকের আগে দারচিয়েভ সাংবাদিকদের বলেন, কিছু বিষয়ে ইতোমধ্যেই অগ্রগতি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও ওয়াশিংটন উভয়ই তাদের কূটনীতিকদের জন্য পরিচয়পত্র সংগ্রহের অসুবিধা সম্পর্কে অভিযোগ করেছে। যার ফলে তাদের দূতাবাসের কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

রাশিয়া বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কূটনীতিকদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে মার্কিন কূটনীতিকরা বলেছেন, রাশিয়ায় তাদের চলাচল সীমিত।

উভয় পক্ষই ভয় দেখানোর অভিযোগ করেছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক সম্পত্তিও।

অন্যদিকে ওয়াশিংটন ৬টি রাশিয়ান সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে রয়েছে- লং আইল্যান্ডের কিলেনওয়ার্থ এস্টেট, মেরিল্যান্ডের পাইওনিয়ার পয়েন্ট ‘ডাচা’, সান ফ্রান্সিসকো ও সিয়াটলে রাশিয়ান কনস্যুলেট এবং ওয়াশিংটন ও নিউইয়র্কে বাণিজ্য মিশন।