ডেস্ক রিপোর্ট: রাশিয়া ও ইউক্রেইনের স্পরস্পরের বিরুদ্ধে আকাশ হামলা চালিয়ে যাচ্ছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনা ঘটছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশ দু’টির মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতির সম্ভাবনা এখনো অনিশ্চিত হয়ে আছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেইনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের দেওয়া প্রস্তাব নীতিগভাবে সমর্থন করেন তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তের সমাধান না হওয়া পর্যন্ত তার বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে।
এরপর থেকে উভয়পক্ষ পরস্পরের ওপর ব্যাপক আকাশ হামলা চালিয়েছে। রাশিয়ার কুর্স্কে সাত মাস ধরে অবস্থানকারী ইউক্রেইনীয় সেনাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রুশ সেনারা যুদ্ধক্ষেত্র আরও ছোট করে এনেছে।
রোববার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাপে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার আকাশসীমায় মোট ৩১টি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে। এগুলোর মধ্যে ভেরোনেশ অঞ্চলে ১৬টি, বেলগোরদ অঞ্চলে নয়টি এবং বাকিগুলো রোস্তভ ও কুর্স্ক অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে।
বেলগোরদ অঞ্চলের গভর্নর বিচেস্ল্যাভ গ্লাদকোভ টেলিগ্রামে জানিয়েছেন, তার অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় সাত বছরের এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
ইউক্রেইনের কর্তৃপক্ষ রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন হামলার খবর দিয়েছে। ইউক্রেইনের জরুরি পরিষেবা জানিয়েছে, চেরনিহিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একটি উঁচু ভবনে আগুন ধরে যায়, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
ইউক্রেইনের গণমাধ্যম রাজধানী কিইভের আশপাশের অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে ইউক্রেইনের বিমান বাহিনী কিইভ ও দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহরে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

Discussion about this post