Print Date & Time : 20 April 2025 Sunday 2:06 pm

রাশিয়ার ৪১টি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার নিক্ষেপ করা ৮০টি ড্রোনের মধ্যে ৪১টিই প্রতিহত করেছে ইউক্রেন। রবিবার (২৭ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা বাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ৩২টি ড্রোন আকাশে নিঁখোজ রয়েছে। বাকিগুলোর বিষয়ে কোনও তথ্য জানায়নি তারা।
এই হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সামরিক ও স্থানীয় কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনে আগ্রাসন বন্ধ করেনি রাশিয়া। প্রতিদিনই আমাদের জণগণ, আমাদের শহর, আমাদের গ্রামে আগ্রাসন হচ্ছে। বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে হামলা করা হচ্ছে।’

গত সপ্তাহজুড়ে ইউক্রেনে ১ হাজার ১০০টিরও বেশি বোমা, ৫৬০টিরও বেশি ড্রোন ও প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।