Print Date & Time : 10 September 2025 Wednesday 9:10 pm

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট আরটি-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। টেলিভিশন নেটওয়ার্কটির বিরুদ্ধে বিশ্বজুড়ে গোয়েন্দা কার্যক্রম এবং রাশিয়ান সামরিক বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্তেম্বর) এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে।
শুধু তাই নয়, আরটির সঙ্গে রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে বলেও বলা হয়েছে বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের সাথে সংবাদ মাধ্যম রয়টার্স যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া দেয় নি।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে একটি নতুন পেশা থাকা উচিত, এই পেশার মানুষেরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ হবেন। খবর আল জাজিরা