Print Date & Time : 10 September 2025 Wednesday 6:26 pm

রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কারখানায় ড্রোন হামলার দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি যুদ্ধবিমান তৈরির কারখানা এবং তুলা অঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (১১ জুলাই) কিয়েভ দাবি করেছে, এই হামলায় দুটি স্থাপনাতেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ১৩৫ কিলোমিটার দূরের লুখোভিৎসি শহরে অবস্থিত একটি বিমান কারখানায় ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে রাশিয়ার মিগ যুদ্ধবিমান তৈরি করা হয়। তুলা অঞ্চলের অপর স্থাপনাটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র-চালিত অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস এবং ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে রাশিয়াকে বাধ্য করতে আমাদের প্রতিরক্ষা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে ১৫৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। যার মধ্যে ১১টি ছিল মস্কোর দিকে যাচ্ছিল।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, ইউক্রেনের এই হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তুলা মস্কোর দক্ষিণে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

তবে রয়টার্সের পক্ষ থেকে উভয় পক্ষের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই গত সাড়ে তিন বছরে রণক্ষেত্রের বহু দূরের লক্ষ্যবস্তুতে নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই বিমান হামলাগুলো শত্রুপক্ষের অস্ত্র উৎপাদন এবং রসদ সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে বড় ভূমিকা রাখছে।