Print Date & Time : 9 August 2025 Saturday 10:52 am

রাশিয়ার মাটিতে ইউক্রেইনের হামলায় সহায়তা করলে জবাব দেওয়া হবে: পুতিন

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর নেটো মিত্ররা দূর পাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরে ইউক্রেইনকে হামলা চালাতে সহায়তা করলে মস্কো এর জবাব দেবে। এই জবাব দেওয়ার ভিন্ন ভিন্ন পন্থা নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় কাজ করছে।

ইউক্রেইন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাত উস্কে দিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধ এখন সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ে গড়াচ্ছে।

রাশিয়া কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেরকে ইঙ্গিত দিয়ে আসছে যে, তারা ইউক্রেইনকে সরবরাহ করা পশ্চিমা-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরের ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিলে মস্কো একে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসাবেই ধরে নেবে।

গত ১২ সেপ্টেম্বরে পুতিন বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ পশ্চিমারা অনুমোদন করলে তার মানে দাঁড়াবে- নেটো দেশগুলোসহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেইন যুদ্ধে সরাসরি জড়িত। কারণ, ক্ষেপণাস্ত্রগুলো তাক করা এবং ছোড়ার কাজে নেটো সামরিক অবকাঠামো এবং কর্মকর্তাদেরকে জড়িত থাকতে হবে।

পুতিন বলেন, রাশিয়া ঠিক কীভাবে এমন পদক্ষেপের জবাব দেবে তা এখনই বলা যাচ্ছে না। তবে রাশিয়া সমুচিত জবাবই দেবে। আর এর জন্য বিভিন্ন বিকল্প পন্থা খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় দেশের মাটিতে দূর-পাল্লার সম্ভাব্য হামলার জবাব কি দেওয়া যায় তা নিয়ে ভাবছে। তারা জবাব দেওয়ার বেশ কয়েকটি পথ বাতলে দেবে।”