Print Date & Time : 20 April 2025 Sunday 6:12 pm

রাশিয়ার ব্যাপক হামলায় ‘অন্ধকারে’ ইউক্রেন

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

রাজধানী কিয়েভসহ, দোনেস্ক, লভিভ এবং ওডেসার বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

ইউক্রেনের সর্ববৃহৎ প্রাইভেট জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুতহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনেরগো জানিয়েছে, সোমবার পুরো ইউক্রেনে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ছুড়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রী সিবিহা বলেছেন, শান্তিপূর্ণ শহর, ঘুমন্ত বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওডেসার গভর্নর অলেহ কিপার বলেছেন, পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে পরবর্তী সময়ে তা ঠিক হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলেছে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত এটিএসিএমএস রকেট দিয়ে চালাবে। এসব রকেট ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৯৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।