Print Date & Time : 11 September 2025 Thursday 2:17 pm

রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে চালানো হামলায় ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, তারা রাশিয়ার যে ডিপোতে হামলা চালিয়েছে, তা সামরিক সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন। এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয়।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাতভর হামলার কারণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ওই কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লক্ষ্যবস্তু স্থানের কাছে আকাশে বিশাল আগুনের শিখা উড়ছে। ইউক্রেনের নিউজ সাইট প্রাভদাও আগুনের একটি ছবি প্রকাশ করেছে।

ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ ড্রোন হামলার পর ‘একটি উৎপাদন কেন্দ্রে’ আগুন লাগার কথা স্বীকার করেন। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপারেশনাল এবং জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

সোভিয়েত-নির্মিত দ্রুজবা তেল পাইপলাইনের মাধ্যমে পশ্চিম সাইবেরিয়া এবং কাস্পিয়ান সাগরের ক্ষেত্রগুলো থেকে ইউরোপের বাজারগুলোতে তেল সরবারহ করে রাশিয়া। ব্রায়ানস্ক অঞ্চলের মধ্য দিয়ে পাইপলাইনটি বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত।