ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার রাতে রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘণ্টা আগে ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন তাদের বিরুদ্ধে ৩৩৭টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
যদি এই তথ্য নিশ্চিত হয়, তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা হবে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে।
রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতভর ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে; এর মধ্যে— মস্কো অঞ্চলে ৯১টি, কুরস্ক অঞ্চলে ১২৬টি, ব্রায়ানস্ক অঞ্চলে ৩৮টি, রিয়াজান অঞ্চলে ২২টি, কালুগা অঞ্চলে ১০টি, লিপেটস্ক ও ওরিয়োল অঞ্চলে ৮টি করে, ভোরোনেজ অঞ্চলে ৬টি এবং নিজনি নভগোরোদ অঞ্চলে ৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস জানিয়েছে, মস্কোতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ধ্বংসাবশেষ পড়ে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানিয়েছেন, রাজধানীর বাইরে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ড্রোন হামলার কারণে মস্কোর ডোমোদেদোভো, শেরেমেতিয়েভো, ভনুকোভো ও ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, রাতভর কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলা হয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।