Print Date & Time : 23 July 2025 Wednesday 4:07 am

রাশিয়ায় ‘বৃহৎ পরিসরের’ অভিযান চালাচ্ছে ইউক্রেন

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে ‘বৃহৎ পরিসরের’ এক অভিযান শুরু করেছে ইউক্রেন। যার অংশ হিসেবে দেশটি রোববার রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে—যেটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ’

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, সূত্রটি জানায়, ‘রাশিয়ার ভেতরে, সম্মুখসীমা থেকে অনেক দূরে থাকা শত্রু বোমারু বিমান ধ্বংসে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো একটি বৃহৎ পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করছে।’

সূত্রটি আরও জানায়, এই অভিযানে ৪০টিরও বেশি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বেলাইয়া বিমানঘাঁটিতে আগুন ধরে গেছে।

এদিকে রাশিয়ার একটি প্রতিনিধিদল রোববার ইস্তাম্বুলে উড়াল দিয়েছে, যেখানে সোমবার ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসকে একটি সূত্র জানায়, ‘আলোচক দলটি ইস্তাম্বুলে উড়ে গেছে।’ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন যে, কিয়েভও একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে।