Print Date & Time : 9 August 2025 Saturday 11:39 am

রাশিয়ায় উ. কোরীয় সেনা: নীরব দর্শকের ভূমিকা ত্যাগে মিত্রদের প্রতি আহ্বান জেলেনস্কির

ডেস্ক রিপোর্ট: রাশিয়ায় উত্তর কোরীয় সেনার উপস্থিতি নিয়ে পশ্চিমাদের নীরব দর্শকের ভূমিকা ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের নির্দেশে উত্তর কোরীয় সেনারা ইউক্রেনে আগ্রাসন শুরু করার আগেই কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, আত্মরক্ষার্থে দূরপাল্লার অস্ত্রে সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন ইউক্রেনের। কিন্তু আমেরিকা, ব্রিটেন, জার্মানি সবাই কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেছেন, উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র মোতায়েন ও অস্ত্র উৎপাদনে বেশ অগ্রগতি অর্জন করেছে। এখন তারা আধুনিক যুদ্ধের কলাকৌশলও রপ্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনের সীমান্তের কাছে প্রথম দফায় কয়েক হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তারা হামলা চালালে ইউক্রেনীয়রা আত্মরক্ষা করতে বাধ্য হবে। আর পুরো বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার মাটিতে উত্তর কোরীয় সেনাদের প্রতিটি অবস্থান শনাক্ত করেছে ইউক্রেন। কিন্তু আত্মরক্ষার্থে প্রয়োজনীয় দূরপাল্লার অস্ত্র পশ্চিমারা সরবরাহ করেনি বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

কেবল ফাঁকা আওয়াজে যুদ্ধের বিস্তৃতি রোধ করা যাবে না মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহতা হ্রাসে আন্তরিক কোনও পক্ষেরই হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। অঙ্গীকার রক্ষায় পশ্চিমাদের সক্রিয় পদক্ষেপ নিতে হবে।