Print Date & Time : 20 April 2025 Sunday 1:03 pm

রাশিয়ায় অপহৃত ১২ শিশুকে ফিরিয়ে এনেছে ইউক্রেন

ডেস্ক রিপোর্ট: রাশিয়া কর্তৃক অপহৃত শিশুদের মধ্যে ১২ জনকে ফিরিয়ে এনেছে ইউক্রেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া শিশুদের রাশিয়ার কবজা থেকে ছাড়িয়ে আনতে কর্মসূচি শুরু করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ কারণেই ১২ শিশুকে উদ্ধার করা গেছে।

ইয়েরমাক বলেছেন, ফিরিয়ে আনা শিশুদের মধ্যে রয়েছে আট ও ১৬ বছর বয়সী দুই মেয়ে শিশু আর ১৭ বছর বয়সী এক টিনএজার, যাকে রুশ সেনাবাহিনীতে যোগদানের জন্য তলব করা হয়েছিল।
ইউক্রেনের বক্তব্যের প্রেক্ষাপটে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। রাশিয়ার শিশু অধিকার কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে রয়টার্স কোনও সাড়া পায়নি।

২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সর্বাত্মক সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিকবার শিশুদের বিনিময় করেছে দুদেশ। পরবর্তী সময়ে ফিরিয়ে আনা শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৫০০ এর বেশি শিশুকে তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়া জোরপূর্বক রাশিয়া বা রুশ অধিকৃত অঞ্চলে ধরে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধকালীন এসব অপহরণ গণহত্যা শ্রেণিতে পড়ে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।

এর জবাবে ক্রেমলিন দাবি করেছে, যুদ্ধপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে শিশুদের সরিয়ে নিয়েছে তারা। ইচ্ছার বিরুদ্ধে কাউকে নিয়ে যাওয়া হয়নি।
ইউক্রেনের পুনর্মিলন মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৮৮ জন শিশুকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কিয়েভ।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে, ইউক্রেনীয় শিশুদের অপহরণে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের এই সিদ্ধান্তকে ‘অপমানজনক ও অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে প্রত্যাখান করেছিল ক্রেমলিন।