ডেস্ক রিপোর্ট: যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার জন্য ইউক্রেন থেকে একজন সিনিয়র রুশ জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এই তথ্য জানিয়েছেন। তিনি দুর্বল কমান্ডারদের যুদ্ধক্ষেত্র থেকে সরানোর চেষ্টা করছেন। রাশিয়ার সমর্থক যুদ্ধ ব্লগার ও রুশ সংবাদমাধ্যমের বরাতে রবিবার (২৪ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে সেখানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তবে কিছু এলাকায় অগ্রগতি যদিও অনেক ধীর ছিল, বিশেষ করে ডোনেস্কের পূর্বাঞ্চলের সিভার্সকের আশেপাশে।
রুশ সংবাদমাধ্যমগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার যুদ্ধ ব্লগাররা দীর্ঘদিন ধরে সিভর্স্কের চারপাশে অভিযানের কমান্ড নিয়ে অভিযোগ করে আসছেণ। তারা বলেছিলেন, দুর্বল রুশ ইউনিটগুলো সামান্য কৌশলগত লাভের জন্য মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাইবার নামের একজন জনপ্রিয় রুশপন্থি ব্লগার বলেছেন, ‘শুধু অলস ব্যক্তিই সেখানকার সমস্যাগুলো সম্পর্কে কিছু জানায়নি: সামগ্রিকভাবে পরিস্থিতি বুঝে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রায় দুই মাস সময় লেগেছে।’
‘আনাশকিনকে সেভারস্কের পরিস্থিতি নিয়ে বিভান্তিকর প্রতিবেদনের জন্য দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল।’
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাশকিনকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ করে কোনও জবাব পায়নি রয়টার্স। প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাইও করতে পারেনি সংস্থাটি। রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতির কারণে মন্তব্যের জন্য আনাশকিনের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

Discussion about this post