ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরাইল। তবে গাজাকে দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ-এ এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শেষে গাজা উপত্যকা ইসরাইলের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ফিলিস্তিনিরা অন্য আরব অঞ্চলে নিরাপদ এবং আরও সুন্দর নতুন ও আধুনিক বাড়িতে পুনর্বাসিত হয়ে যাবে।
তবে গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না এবং এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ট্রাম্প গাজায় মার্কিন সেনা পাঠানোর কথা পুরোপুরি অস্বীকার না করলেও এবার উপত্যকাটি নিয়ে তার পরিকল্পনাগুলো স্পষ্ট করলেন।
এ সপ্তাহের শুরুর দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে সফরে যান, তাকে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করবে।
তখন ট্রাম্প বলেন, আমরা গাজার মালিকানা নেব।
ট্রাম্পের এমন ঘোষণায় সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তৎক্ষণাৎ বিস্মিত হয়ে যান।
তবে যুক্তরাষ্ট্র কীভাবে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের গাজার বাইরে স্থানান্তর করবে বা এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি নিয়ন্ত্রণ করবে-সে বিষয়ে তখন তিনি বিস্তারিত কিছুই বলেননি।
ফিলিস্তিন, আরব সরকার ও বিশ্বনেতাদের প্রবল সমালোচনার মুখে বুধবার ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই ধারণাটিতে শত্রুতামূলক উদ্দেশ্যে ছিল না এবং গাজায় মার্কিন সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই হোয়াইট হাউসের। খবর : আল আরাবিয়া