Print Date & Time : 19 October 2025 Sunday 6:25 am

যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র, হামলা চালাবে ইরানের পরমাণু স্থাপনায়?

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা টিমের সাথে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েলের যুদ্ধ ইস্যুতে মার্কিন নীতি কী হতে যাচ্ছে- তা নিয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক। তিনজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসে এসব তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধে যোগদান এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে- বিশেষ করে ফোরদোতে ভূগর্ভস্থ ইউরেনিয়াম মজুদের স্থাপনায় হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

এদিকে কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছেন। তিনি বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।

ট্রাম্প লিখেছেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।

এ ছাড়া এর আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।
এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন,আনকন্ডিশনাল সারেন্ডার! (নিঃশর্ত আত্মসমর্পণ!)