ডেস্ক রিপোর্ট: ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের তৈরি হিমারস এমএলআরএস (HIMARS MLRS) সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় পক্ষ, এমন অভিযোগ এনেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পক্ষ থেকে এমন কথা বলা হলেও; মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা প্রকাশ করা হয়েছে।
রুশ কূটনীতিক বলেন, ‘ইস্টারের সময় কিয়েভ সরকার যুদ্ধবিরতি পালন করেনি। উল্লেখযোগ্যভাবে, এটি লঙ্ঘনের জন্য আমেরিকান অস্ত্র, HIMARS সিস্টেম ব্যবহার করেছে।’
জাখারোভার মতে, ইউক্রেনীয় পক্ষ থেকে এমনটা প্রত্যাশিতই ছিল। তাই ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হলেও বিষয়টিতে অবাক হয়নি রাশিয়া। তিনি বলেন, ‘জ্বালানি সুবিধাগুলিতে হামলা স্থগিতের সময়ও জেলেনস্কি একমত হয়েছিলেন, কিন্তু পরে বেসামরিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন তিনি।’
উল্লেখ্য, ১৯ এপ্রিল জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২১ এপ্রিল মস্কো সময় রাত ১২টা পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি কিয়েভকে এটি অনুসরণ করার জন্যও অনুরোধ করেন। গেরাসিমভ বিশেষ সামরিক অভিযানে নিযুক্ত রাশিয়ান সৈন্যদের জন্য অনুরূপ আদেশ জারি করেন। পরে ১৯ এপ্রিল মস্কো সময় সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।