ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও রুশ বাহিনীরা সেটি পালন করছেন না। অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনে ‘আক্রমণাত্মক অভিযান’ চলছে, আকাশে উড়তে দেখা গেছে রুশ ড্রোন, চলছে গোলাবর্ষণ। রোববার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।
এর আগে শনিবার খ্রিষ্টধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা ‘সব সামরিক অভিযান’ বন্ধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের ওই ঘোষণা অনুযায়ী, অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া। তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন পুতিন।
পুতিন বলেন, মানবিক কারণে ‘এই সময়ে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি আমি।’
জেলেনস্কি আরেকটি এক্স পোস্টে লেখেন, রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নীরবতার কাঠামোয় যেতে প্রস্তুত হয়, তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে জেলেনস্কি ‘যুদ্ধবিরতির’ মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, পুতিনের পক্ষ থেকে ৩০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোদে লড়াই অব্যাহত আছে। এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনো রুশ ড্রোন উড়ছে। যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এ যুদ্ধ টানা ৩ বছর ধরে। এরআগে নানা ভাবে যুদ্ধ বন্ধের চেষ্টা করেন যুক্তরাষ্ট্র। এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি শান্তিচুক্তির সইয়ের চেষ্টা করেন। কিন্তু এই আশায় গুড়ে বালি। কোন সারা পাওয়া যায়নি ভ্লাদিমির পুতিনের থেকে।

Discussion about this post