ডেস্ক রিপোর্ট: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা রোববার (১২ জানুয়ারি) হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চোরাচালানের পথও আছে।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গত ২৭ নভেম্বর ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের বিমান হামলা চালালো ইসরাইল।
ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জান্তা শহরের উপকণ্ঠে হামলা চালিয়েছে। দক্ষিণের নাবাতিয়েহর কাছের এলাকাগুলোতেও হামলা হয়েছে।
এসব হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি ন্যাশনাল নিউজ এজেন্সি।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের কাছে হুমকি হিসেবে উপস্থাপন করা বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আছে রকেট ছোড়ার একটি স্থান, একটি সামরিক ক্ষেত্র ও সিরিয়া-লেবানন সীমান্ত বরাবর চোরাচালানের পথ। হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য এই পথ ব্যবহার করা হয়।
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির মেয়াদ শেষ হবে ২৬ জানুয়ারি। এই সময়সীমার দুই সপ্তাহ আগে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাল ইসরাইল। এদিকে চুক্তি হওয়ার পর থেকে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তারা পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করছে।

Discussion about this post