Print Date & Time : 23 April 2025 Wednesday 12:00 pm

যুদ্ধবিমান দিয়ে মোদিকে ‘পাহারা’ দিল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৪০ বছরের এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর।

মঙ্গলবার সকালে সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নরেন্দ্র মোদি। এসময় মোদিকে ‘বিশেষ সম্মাননা’ দিয়েছে মুসলিম দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশসীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ‘বিশেষ উদ্যোগ’ হিসেবে ওই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানের পাশে এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও রয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বন্ধুত্বের উদাহরণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের বিশেষ নিদর্শন হিসেবে, আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সৌদির বিমান বাহিনী তার বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।’

এনডিটিভি বলছে, এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীরতর করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

যদিও মোদির সৌদি আরব সফর এই প্রথম নয়। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে তৃতীয় বার সৌদিতে গেলেন মোদি। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও দেশটিতে সফর করেছিলেন তিনি। ২০২৩ সালে ভারতে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে জেদ্দায় দুদিনব্যাপী সফরে পৌঁছানোর পর সৌদি আরবকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরব নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের অংশীদারিত্বের সম্ভাবনা সীমাহীন। অনিশ্চয়তায় ভরা বিশ্বে আমাদের সম্পর্ক এক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে।

২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে বলে জানান মোদি।

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য।

সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ হাইড্রোজেন উৎপাদনসহ উদীয়মান খাতগুলোতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।