Print Date & Time : 29 July 2025 Tuesday 11:57 am

যুক্তরাষ্ট্রে ১৭৮ যাত্রীর বিমানে আগুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানটিতে থাকা ক্রুসহ ১৭৮ জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের পর আরোহীদের সরিয়ে নেওয়ার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।