Print Date & Time : 9 May 2025 Friday 4:52 pm

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আমেরিকার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে স্থানীয় সময় ভোর ছয়টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই কানেক্টিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মেইন, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শুরু হয়ে গেছে।

রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার প্রথম প্রহরেই ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভেল নচের ভোটাররা। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ডিক্সভেল নচের হেমলেট এলাকার সাবেক বালসামস হোটেলের হেল হাউসে স্থানীয় ভোটাররা তাদের রায় জানান। তাৎক্ষণিকভাবে ফলাফলও ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে পড়া ৬টি ভোট ভাগ হয়ে গেছে দুই শিবিরে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প দুজনই পেয়েছেন তিনটি করে ভোট।

জনমত জরিপেও এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল। তবে কেন্দ্রভিত্তিক এই ফল থেকে সারা দেশের চূড়ান্ত ফলের আভাস পাওয়া যায় না।
২০২০ সালে এই কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছিলেন। শেষ পর্যন্ত তিনি ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

তার আগে ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছিলেন; কিন্তু সারা দেশের ভোট শেষে হোয়াইট হাউসে পৌঁছে গিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প।