ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চারজন যাত্রীই নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি।
জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি বিমানটি সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে।
অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমরা স্মরণে রাখছি। ’

Discussion about this post