Print Date & Time : 10 September 2025 Wednesday 8:04 am

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে একটি বাস উল্টে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রে দক্ষিণের অঙ্গরাজ্য মিসিসিপিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭ জনের মধ্যে দুইজন একই পরিবারের ভাই-বোন। তাদের একজনের বয়স ৬ বছর, অন্যজনের বয়স ১৬।

ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩৬ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।