ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ২০২৪ সালের শুরু থেকে ৫-৯ বছর বয়সী শিশুদের মধ্যে পারভোভাইরাস বি১৯-এর কারণে সৃষ্ট অত্যন্ত সংক্রামক শ্বাসযন্ত্রের রোগে ৪০% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল সিডিসির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২২-২০২৪ সময়কালে এই বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার ছিল ১৫ শতাংশ, যা ২০২৪ সালের জুনে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে।
পারভোভাইরাস বি১৯ মূলত শ্বাসযন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং হালকা জ্বর, মাথাব্যথা, গিঁটে ব্যথা এবং ত্বকে র্যাশের মতো লক্ষণ সৃষ্টি করে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা যাদের দীর্ঘমেয়াদি রক্তজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এই ভাইরাস গুরুতর সমস্যা তৈরি করতে পারে
মঙ্গলবার জারি সতর্কবার্তায় সিডিসি আরও জানিয়েছে, এ ভাইরাসের জন্য এখনও কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। তাই এই রোগের বিরুদ্ধে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সি
এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন চলতি বছরের শুরুতে ইউরোপের ১৪টি দেশ, বিশেষ করে ফ্রান্স, স্পেন ও জার্মানিতে একই ধরনের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে।