ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বাজারে চীনা প্রযুক্তির গাড়ি কার্যত নিষিদ্ধ করার একটি আইন চূড়ান্ত করেছে দেশটি। জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রযুক্তি লক্ষ্য করে মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের চীনা প্রযুক্তি সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা এলো। কয়েক মাস ধরে চলা নিয়ম প্রণয়ন প্রক্রিয়ার পর এটি কার্যকর করা হয়েছে।
এ মাসের শুরুর দিকে ড্রোনে চীন ও রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয় ওয়াশিংটন। মঙ্গলবারের এই আইন সেই পদক্ষেপের ধারাবাহিকতা।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো বলেন, গাড়ি এখন শুধু স্টিলের তৈরি চাকা নয়, এগুলো আসলে কম্পিউটার।
নতুন আইন চীন ও রাশিয়ার প্রযুক্তিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা চীন ও রুশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের রাস্তায় প্রবেশ বন্ধ করব।
মার্কিন জাতীয় অর্থনৈতিক উপদেষ্টা লায়েল ব্রেইনার্ড বলেছেন, চীন ভবিষ্যতের গাড়ি শিল্পে আধিপত্য করতে চায়। তবে যুক্তরাষ্ট্রে স্মার্ট গাড়িতে থাকা বিদেশি প্রতিদ্বন্দ্বীদের সফটওয়্যার ও হার্ডওয়্যার সংবেদনশীল তথ্যের অপব্যবহার বা হস্তক্ষেপের ঝুঁকি বাড়াতে পারে।
প্রিন্ট করুন
Discussion about this post