ডেস্ক রিপোর্ট: চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত ‘ইক্সচিক’ টিকার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে টিকাটির ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভালনেভা।
ইক্সচিক টিকাটি মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত দুটি টিকার একটি। এই ভাইরাস সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ইক্সচিক টিকাটির অনুমোদন পায় ভালনেভা। তবে বয়স্ক রোগীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা সামনে আসায় ইউরোপীয় ওষুধ সংস্থাসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এর ব্যবহার নিয়ে পর্যালোচনা শুরু করে।
ভালনেভা জানিয়েছে, এফডিএর স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন করে আরও চারটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা শনাক্ত হয়েছে, যার মধ্যে তিনজনের বয়স ৭০ থেকে ৮২ বছরের মধ্যে।
ভালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাখ বলেন, চিকুনগুনিয়ার বৈশ্বিক হুমকি দ্রুত বেড়ে চলেছে। এমন সময় আমরা আমাদের টিকাটিকে বৈশ্বিক স্বাস্থ্য-সরঞ্জাম হিসেবে ব্যবহারযোগ্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশাবাহিত ভাইরাসটি নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে ভবিষ্যতে এটি একটি সম্ভাব্য মহামারি হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি করেছে।
চিকুনগুনিয়ার উপসর্গ ডেঙ্গু ও জিকা ভাইরাসের মতো—উচ্চ জ্বর ও তীব্র গিঁট ব্যথা। তবে এর স্থায়িত্ব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।
যদিও এই রোগে মৃত্যুহার খুবই কম, তবে শিশু ও বৃদ্ধদের মধ্যে মৃত্যুঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
চলতি বছরের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বড় ধরনের চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের আশঙ্কা প্রকাশ করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
সংস্থাটি জানায়, তারা ২০ বছর আগের একটি বড় প্রাদুর্ভাবের পূর্বাভাসের মতোই কিছু প্রাথমিক সতর্কতা লক্ষ করছে। সেই সময় ভারত মহাসাগর অঞ্চল থেকে শুরু হয়ে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ লাখ মানুষ এতে আক্রান্ত হয়।
এদিকে, ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ইসিডিসি) চলতি মাসে জানিয়েছে, ২০২৫ সালে ইউরোপে এখন পর্যন্ত ২৭টি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে, যা মহাদেশটিতে নতুন রেকর্ড।

Discussion about this post