Print Date & Time : 24 July 2025 Thursday 7:47 am

যুক্তরাষ্ট্রে আবারও এলোপাতাড়ি গুলি, নিহত ৪

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে এই অঙ্গরাজ্যের বৃহত্তম শহর বারমিংহামে এই হামলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বারমিংহাম পুলিশের কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, ‘শনিবার গভীর রাতে একদল মানুষের ওপর কয়েকজন ব্যক্তি বন্দুক হামলা করে। হামলা কালে একাধিক গুলি চালিয়েছে তারা।’

হামলা স্থলের নাম হচ্ছে ‘ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট’। নৈশ জীবনের জন্য এই এলাকার জনপ্রিয়তা রয়েছে।

তিনি আরও বলেছেন, ঘটনাস্থল থেকে দুইজন পুরুষ ও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুলিতে গুরুতর আহত আরেক ব্যক্তি হাসপাতালে প্রাণ হারিয়েছেন।

ফিটজেরাল্ড জানিয়েছেন, বন্দুকধারীরা পায়ে হেঁটে নাকি গাড়ি চালিয়ে এসেছিল, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনও সন্দেহভাজনকে আটক করা হয়নি।

আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড বলেছেন, ‘ঘটনাস্থল থেকে কয়েক ডজন গুলিবিদ্ধ ব্যক্তিকে আমরা জীবিত উদ্ধার করেছি। তাদের মধ্যে অন্তত চারজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে আমাকে জানানো হয়েছে।’

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছর এখন পর্যন্ত ব্যাপক পর্যায়ে চার শতাধিক এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা হয়েছে। ব্যাপক পর্যায়ের হামলা বলতে সে সব ঘটনাকে বোঝায়, যেখানে অন্তত চার বা তার বেশি মানুষ আহত বা নিহত হয়েছেন।