ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিকেল ৩:১৫ টার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়। হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন।
একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।
এদিকে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

Discussion about this post