Print Date & Time : 10 September 2025 Wednesday 5:27 pm

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তমূলক পদক্ষেপ যুদ্ধের অবসান ঘটাতে পারে: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দ্রুত পরিসমাপ্তি নিশ্চিত করতে পারে। সোমবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন,তার দেশ যুদ্ধের শেষপ্রান্তে পৌঁছে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্ট করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘চলতি বছর শেষ নাগাদ আমাদের কাছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংহতি বৃদ্ধির সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়েই ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ত্বরান্বিত হবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে আছেন জেলেনস্কি। এই সফরে তার হোয়াইট হাউজে যাওয়ার কথাও রয়েছে। সেখানে তিনি ইউক্রেনের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরবেন বলে জানা গেছে।

এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওয়াশিংটন ও অন্যান্য মিত্রদের কাছে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এখন পর্যন্ত কিয়েভকে কয়েক হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমারা। এছাড়া মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুদ্ধ সমাপ্তির দিকে আরও একধাপ এগিয়ে গেছেন দাবি করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার সন্নিকটে আছি।’