Print Date & Time : 11 September 2025 Thursday 7:04 am

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে: রাশিয়া

ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘণ্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। খবর বিবিসির।

এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না।

বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় দল নিশ্চুপ বসে ছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তখন রুবিও কোনো উত্তর দেননি।

এদিকে আরটির প্রতিবেদন বলছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা।

রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আজকের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কি না তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে, তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে।