ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশজুড়ে একের পর এক কেলেঙ্কারির পর পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যেই রেকর্ড সংখ্যক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।
মঙ্গলবার (৫ নভেম্বর) কলেজ অব পুলিশিংয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ৩১ মার্চের পর থেকে এখন পর্যন্ত রেকর্ড ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের পুনরায় চাকরিতে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদের মধ্যে যৌন অপরাধ ও অসদাচরণের জন্য ৭৪ জন কর্মকর্তা এবং শিশু শোষণের জন্য ১৮ জনকে বরখাস্ত করা হয়। বরখাস্তের সর্বাধিক সাধারণ কারণগুলো হলো- অসততা এবং বৈষম্যমূলক আচরণ। অসততার জন্য ১২৫ জন এবং ৭১ জনকে বৈষম্যমূলক আচরণের জন্য বরখাস্ত করা হয়।
২০২১ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ওয়েইন কুজেন্স ৩৩ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভ সারাহ এভারার্ডকে অপহরণ ও হত্যা করে। এরপর থেকেই পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব আরও জোড়াল হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পুলিশ প্রধানরা জনগণের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে রেকর্ড সংখ্যক বরখাস্ত করা হলো।
গত বছরও লন্ডন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ডেভিড ক্যারিককে ১২ জন নারীকে ধর্ষণ ও কয়েক ডজন যৌন অপরাধের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কলেজ অব পুলিশিংয়ের অপারেশনাল স্ট্যান্ডার্ডের পরিচালক অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল টম হার্ডিং বলেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের আচরণ ‘অত্যন্ত হতাশাজনক’।
হার্ডিং বলেন, এসব অফিসারদের দ্রুত সনাক্ত ও মোকাবেলা করার জন্য আমাদের কার্যকর, শক্তিশালী পদ্ধতি রয়েছে। তারা ভবিষ্যতে পুলিশে আর ভূমিকা পালন করতে পারে না। বরখাস্তের এই পরিসংখ্যান দেখায়, আমাদের পুলিশ বাহিনীতে উচ্চমান পূরণে ব্যর্থ লোকদের জন্য লুকানোর কোনো জায়গা নেই।

Discussion about this post