ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি রইস উদ্দীনকে (৪৮) ছুরি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত শ্বেতাঙ্গ প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এর আগে পূর্ব লন্ডনের ক্যানিংটাউনের হার্টিংটন রোডে বসবাসকারী অভিযুক্ত ড্যানিয়েল হোয়াইব্রোকে (৪৬) মূলত হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। হাসপাতালে রইস উদ্দীনের মৃত্যুর পর অভিযোগ পরিবর্তন করেছে পুলিশ।
রইস উদ্দীনের প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, বাড়ির দরজা খোলা রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্বেতাঙ্গ প্রতিবেশী ড্যানিয়েলের সঙ্গে রইসের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন রইস। পরে তাকে উদ্ধার করে বাথ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর মারা যান রইস।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হোয়াইব্রোর বিরুদ্ধে কিশোর ছেলেটিকে আহত করা এবং হত্যার হুমকির পাশাপাশি ৪১ বছর বয়সী অপর একজন পুরুষের বিরুদ্ধে মারধর ও আক্রমণাত্মক অস্ত্র রাখার অভিযোগও আনা হয় আদালতে। আগামী বছরের ৬ জানুয়ারি লন্ডনের ওল্ড বেইলি কোর্টে হাজির করার আগ পর্যন্ত অভিযুক্ত কারাগারে থাকবেন।
এ বিষয়ে নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা বলেন, রইস ছিলেন কমিউনিটির একজন পরিচিত মানুষ। তাকে হত্যার ঘটনায় বাংলাদেশি কমিউনিটি শোকাহত।