ডেস্ক রিপোর্ট: লাগেজের মধ্যে আটকে রাখা দুই বছরের একটি মেয়ে শিশুকে নিয়ে বাসে ভ্রমণের সময় নিউজিল্যান্ডে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) তাকে আটকের পর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, ২৭ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে শিশুর প্রতি দুর্ব্যবহার এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাস চালক উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাস ডিপোতে পুলিশ ডাকা হয়।
গোয়েন্দা পরিদর্শক সাইমন হ্যারিসন বলেন, ‘চালক যখন লাগেজটি খুললেন, তখন দুই বছরের মেয়েটিকে দেখতে পেলেন।’
তিনি বলেন, ‘ছোট মেয়েটি খুব গরম ছিল বলে জানা গেছে। তবে শারীরিকভাবে অক্ষত দেখাচ্ছিল।’
লাগেজটি বাসের যাত্রীদের নিচে – একটি পৃথক বগিতে রাখা হয়েছিল। হ্যারিসন জানিয়েছেন, মেয়েটি হাসপাতালে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
হ্যারিসন জানিয়েছেন, ‘এর চেয়েও খারাপ পরিণতি’ হতে পারত, তবে লাগেজ খুলে চালক তা ঠেকিয়েছেন। শিশু মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

Discussion about this post