ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের সামরিক সরকার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিকও রয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার অস্থিরতায় রয়েছে। সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থি আন্দোলন দমন করতে সহিংস পন্থা গ্রহণ করলে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।
সামরিক জান্তা চলতি বছর দেশটিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও বিরোধী গোষ্ঠীগুলো এটিকে প্রতারণামূলক প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে।
এদিকে, মিয়ানমারের সাবেক নেত্রী এবং শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি এখনও কারাবন্দি। ৭৯ বছর বয়সী এই নেত্রী ১৪টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচন জালিয়াতি ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবীরা জানিয়েছেন, সু চি সব অভিযোগ অস্বীকার করেছেন।
খবর : রয়টার্স
প্রিন্ট করুন
Discussion about this post