Print Date & Time : 27 July 2025 Sunday 3:22 am

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউই মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউই ৮৫ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার এবং চিকিৎসা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। তার জামাতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন একটি ইনস্টাগ্রাম পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ না করে এ খবর জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ২২ বছর ক্ষমতায় থেকে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদ পদত্যাগ করার পর ২০০৩ সালে বাদাউই মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হন।

কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বিবৃতিতে জানিয়েছে, রোববার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর বাদাউইকে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সকল চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি তার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ বাদাউই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। কিন্তু জ্বালানি ভর্তুকির পর্যালোচনার জন্য তিনি জনসাধারণের সমালোচনার মুখে পড়েন, যার ফলে দাম তীব্রভাবে বৃদ্ধি পায়। ২০০৯ সালে তিনি পদত্যাগ করে। তার স্থলাভিষিক্ত হন নাজিব রাজাক।