ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইরান। নেদারল্যান্ডসের হেগে ওপিসিডব্লিউ এর নির্বাহী পরিষদের ১০৮তম অধিবেশনে ইরান গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হয়।
ওপিসিডব্লিউ নির্বাচনটি আন্তঃসরকারি সংস্থার বার্ষিক সম্মেলনের সময় অনুষ্ঠিত হয়। এই সংস্থাটি স্থায়ীভাবে যুদ্ধাস্ত্র নির্মূলের জন্য বিশ্বব্যাপী তত্ত্বাবধান করে।
লম্বা সময় ধরেই ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য পূরণে ইরানের ওপর নানা বিধিনিষেধও জারি রেখেছে দেশটি। ওপিসিডব্লিউতেও যাতে নির্বাচিত হতে না পারে ইরান; সে জন্য সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি ট্রাম্প প্রশাসন।
নির্বাহী পরিষদ ৪১টি ওপিসিডব্লিউ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যা সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নির্বাচিত হয়। প্রতি দুই বছর অন্তর পর্যায়ক্রমে নির্বাচিত হয়। কাউন্সিল কারিগরি সচিবালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করে। এছাড়া কনভেনশনের কার্যকর বাস্তবায়ন এবং সম্মতি প্রচারে কাজ করে থাকে।