Print Date & Time : 20 April 2025 Sunday 10:23 pm

মার্কিন নির্বাচনে গুজব ঠেকাতে ব্যর্থ ইলন মাস্কের ‘এক্স’

ডেস্ক রিপোর্ট: মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নির্বাচনকেন্দ্রিক গুজব ঠেকাতে ব্যর্থ হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এই অভিযোগ করেছে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮৩টি মিথ্যা বা ভুল তথ্য সম্বলিত পোস্ট বিশ্লেষণ করেছে সিসিডিএইচ। এরমধ্যে ২০৯টি পোস্ট সব ব্যবহারকারীকে ‘অ্যাকুরেট নোট’ দেখায় নি।

গত বছর ‘কমিউনিটি নোটস’ নামে নতুন ফিচার আনে এক্স। এই সুবিধার কারণে মিথ্যা বা ভুল তথ্য নিয়ে সতর্ক করার সুযোগ আসে সাধারণ ব্যবহারকারীদের হাতে। ফলে তথ্য যাচাইয়ে পেশাদার দলের বদলে এই কাজে এখন এক্সের সব ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারেন।

সিসিডিএইচ বলেছে, ওই ২০৯ টি পোস্ট মোট ২২০ কোটিবার দেখা হয়েছে। তবে সক্রিয় সব ব্যবহারকারীকে ‘কমিউনিটি নোটস’ প্রদর্শন করেনি এক্স।’
অভিযোগের প্রতিক্রিয়া জানতে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়াটার্স। তবে তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

এই বছরের শুরুর দিকে সিসিডিএইচ-এর করা এক মামলায় পরাজিত হয়েছিল এক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক পোস্ট বেড়ে যাওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।

গুজব ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর জন্য এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে। বিশেষত নির্বাচনকে ঘিরে এসব প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর মাত্রা লাগামছাড়া হয়ে যায়।