Print Date & Time : 21 April 2025 Monday 11:42 pm

মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৪ দফা হামলা ইয়েমেনের

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ও ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইয়াফা ও সামাদ-১ ড্রোন ব্যবহার করে ইসরাইলের আশকেলন বন্দরে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্ম আল-রাশরাশ (এলাত) বন্দরের একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে।

এই অভিযানে ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়।

সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তারই জেরে এই হামলাগুলো চালালো ইয়েমেন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। খবর : মেহের নিউজ