Print Date & Time : 9 August 2025 Saturday 6:47 am

মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শিরোপা ধরে রাখার মিশনে নেমে বিপাকে অসিরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসের প্রথম দিনের এক সেশনের খেলা শেষ। মধ্যাহ্নভোজের আগে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদা ও মার্কু জেনসেনের গতির শিকার হয়ে সাজঘরে উসমান খাজা, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড।

২৬ রানে অপরাজিত থেকে দলকে উত্তরণের চেষ্টা করেছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে দ্বিতীয় আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

তৃতীয় আসরেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া ক্রিকেট দল।