ডেস্ক রিপোর্ট: ভ্যাটিকানে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের মধ্যে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
এই বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।
শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জেলেনস্কির কার্যালয় এবং কিয়েভ ও ওয়াশিংটনের প্রকাশিত বৈঠকের ছবি অনুসারে, শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দুই নেতা একে অপরের কাছাকাছি হেলান দিয়ে বসে প্রায় ১৫ মিনিট কথা বলেন।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কি আজ একান্তে সাক্ষাৎ করেছেন এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছেন। বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। ’
জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রে ইয়েরমাক, ১৫ মিনিটের এই বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দুই নেতা ভ্যাটিকানে ছিলেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনার প্রচেষ্টা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি সময়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) রোমে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের অপ্রত্যাশিত প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

Discussion about this post