ডেস্ক রিপোর্ট: ভোটারকে ঘুষি মারার জেরে যুক্তরাজ্যে এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযুক্ত ওই এমপির ঘুষি মারার ভিডিও। এমন কাণ্ডের জন্য তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই এমপির নাম মাইক অ্যামসবারি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইক একজন ভোটারের সঙ্গে তর্ক করছেন। এক পর্যায়ে, উত্তেজিত হয়ে ভোটারকে ঘুষি মেরে বসেন।
মাইকের চেশায়ার নির্বাচনি এলাকায় এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত এমপি ঘুসি মারার কথা স্বীকার করার পর তাকে ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়েছে।
৫৫ বছর বয়সী মাইক দেশটির রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। ৪৫ বছর বয়সি পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই কারাদণ্ড দেওয়া হয়।

Discussion about this post