ডেস্ক রিপোর্ট: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সোমবার (৩০ জুলাই) এই বিক্ষোভ দেখাতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। অনেকে প্রেসিডেন্ট ভবনের দিকেও যাত্রা করেন। তবে তাদর দমনে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।
গত রোববার (২৮ জুলাই) ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। ভোট গণনা শেষে নিকোলাস মাদুরোকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
তবে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কমিশনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিরোধীরা। তারা বলছেন, ফলাফলে জালিয়াতি হয়েছে। তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপেও তার জয়ের আভাস দেয়া হয়েছিল।
তাই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণার পরপরই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং প্রেসিডেন্ট ভবনের দিকে তাদের যাত্রা রুখতে কারাকাসের সড়কে বিপুল সামরিক বাহিনী ও পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাছাড়া ধরপাকড়ও অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ৩২ জনকে আটক করা হয়েছে।
১১ বছর ধরে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নিকোলাস মাদুরো। ২০১৩ সালে বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা গেলে ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সী মাদুরো। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন নিয়ে অনেক মানুষ হতাশ ও ক্ষুব্ধ। বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছেন। তাই এবারের নির্বাচনে সরকার পরিবর্তনের আশা করেছিলেন অনেকে।

Discussion about this post