Print Date & Time : 18 July 2025 Friday 11:44 am

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯

ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ৯ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ হয়েছেন আরও ৬ জন। নৌকায় ৪০ জনেরও বেশি অভিবাসী ছিল এবং তাদের মধ্যে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আলজাজিরা সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর দেওয়া হয়।

তিউনিসিয়ায় উপকূলরক্ষীরা জানিয়েছেন, তারা ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং নিখোঁজদের খোঁজ চলছে। নৌকাটি খারাপ আবহাওয়ার কারণে ভেঙে ডুবে যায় এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৪২ জন লোক ছিলেন। নিখোঁজদের মধ্যে ছয়জনের খোঁজ চলছে।

উল্লেখ্য, এই নৌকার আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকান দেশের নাগরিক ছিলেন। আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে, বিশেষত স্ফ্যাক্সের উপকূলরেখা প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৩ সালে দুই হাজার ২৭০ জনেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মারা গেছে, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। ২০১৪ সাল থেকে ২৫ হাজারেরও বেশি মানুষ ভূমধ্যসাগর অতিক্রম করার সময় মারা গেছে বা নিখোঁজ হয়েছেন।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত বছর তিউনিসিয়ার সঙ্গে অভিবাসন মোকাবিলায় একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে এই অঞ্চলের অভিবাসন পরিস্থিতি মোকাবিলা করা হবে।