Print Date & Time : 10 September 2025 Wednesday 5:13 pm

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাত

ডেস্ক রিপোর্ট: সুপার টাইফুন ইয়াগি এবং এর পরবর্তী বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৩৯ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, টাইফুনের আঘাতে ৭৫২ আহত হয়েছে যাদের মধ্যে ৫৩৬ জন কোয়াং নিনহ প্রদেশের আর হাই ফং সিটির ৮১ জন।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে লাও কাই ও ইয়েন বাই প্রদেশে থাও নদীর পানির স্তর রেকর্ড ভেঙে এক মিটার ছাড়িয়ে গেছে।

সোমবার রাত থেকে হ্যানয়ের রেড নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের অনেক এলাকা প্লাবিত হয় বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ এজেন্সি।

টাইফুনে ক্ষতিগ্রস্ত ৫টি প্রদেশকে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
খবর  এএফপি