Print Date & Time : 20 April 2025 Sunday 5:56 pm

ভিডিওবার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইরানের নাগরিকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেছেন, একদিন ইরান মুক্ত হবে। বৃহস্পতিবার এ বার্তা দেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

নেতানিয়াহু বলেন, বাশার আল আসাদ সরকারের পেছনে প্রায় ৩০ বিলিয়ন ডলার খরচ করেছে ইরান সরকার। তবুও তাকে রক্ষা করা যায়নি।

ইংরেজি ভাষায় বার্তাটি দিয়েছেন নেতানিয়াহু। তবে এতে ফার্সি সাবটাইটেলও ছিল। নেতানিয়াহু বলেন, আপনাদের উপর নিপীড়নকারীরা হামাসের সমর্থনেও বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেছে। তবে তারা ধ্বংসের পথে। লেবাননের হিজবুল্লাহর পেছনেও ২০ বিলিয়নের বেশি ব্যয় করেছে ইরান।

নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা অন্য জাতিকে দখল করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য। অপরদিকে ইসরাইল নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। বর্বরদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে ইসরাইল।

ইসরাইলের এই প্রধানমন্ত্রী ইরানের নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা যেমন শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা জানেন যে, ইরানের এই শাসনব্যবস্থা কতটা ভয়াবহ। আমরা আশাবাদি এটি একসময় পরিবর্তন হবে। ইরানের বাসিন্দারা একটি মুক্ত হবে।